রবিবার, ২ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

বাদিয়াখালী স্টেশনে ট্রেনের যাত্রা বিরতিতে সুধী সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার বাদিয়াখালী রেল স্টেশনে আন্তঃনগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে আন্দোলন করছিলেন এলাকাবাসী। সে দাবি মেনে ট্রেনটির পরীক্ষামূলক যাত্রা বিরতির আদেশ দেওয়ায় এলাকাবাসী গতকাল সুধী সমাবেশ ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

আন্তঃনগর দোলনচাঁপা এক্সপ্রেসের যাত্রাবিরতি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক কাজী আবদুল খালেকের সভাপতিত্বে সুধী সমাবেশে বক্তারা বলেন, এলাকাবাসীর দাবি মেনে রেলমন্ত্রী ট্রেনটির পরীক্ষামূলক যাত্রাবিরতির আদেশ দিয়েছেন, যা বাস্তবায়ন প্রক্রিয়াধীন আছে। বাদিয়াখালী স্টেশন গাইবান্ধা শহর থেকে ১২ কিলোমিটার দূরে অবস্থিত। ব্যবসাবাণিজ্য, লেখাপড়া, চিকিৎসা, খেলাধুলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রয়োজনে এলাকার ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে জেলা শহরসহ নানা জায়গায় যেতে হয়। ট্রেনের বিরতি না থাকায় গুরুত্বপূর্ণ কাজ ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এই যাত্রা বিরতিতে এলাকাবাসীর অনেক উপকার হবে। যাত্রা বিরতির আদেশ দেয়ায় বক্তারা রেলমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সুধী সমাবেশে বক্তব্য রাখেন, অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, প্রবীর চক্রবর্তী, জাহাঙ্গীর কবীর তনু, গোলাম রব্বানী মুসা প্রমুখ।

 

সর্বশেষ খবর