রবিবার, ২ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

হাবিপ্রবিতে ভেটেরিনারি অলিম্পিয়াড

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের হাবিপ্রবিতে ভেটেরিনারি অলিম্পিয়াড অনুষ্ঠান হয়েছে। এ অনুষ্ঠানে অনলাইনে ১২টি বিশ্ববিদ্যালয়ের ১৬৮টি দল অংশ নেয়। অনুষ্ঠানটি ১২টি বিশ্ববিদ্যালয়ে একযোগে শুরু হয়েছে। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভেটেরিনারি অনুষদ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজনে বাংলাদেশে প্রথমবারের মতো এই ভেটেরিনারি অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। গতকাল সকালে হাবিপ্রবির টিএসসির সামনে অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়। পরে শিক্ষার্থীরা কয়েকটি ধাপে বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করেন। বেলা ৩টায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। বক্তারা বলেন, দেশে ভেটেরিনারি অলিম্পিয়াডের যাত্রা শুরু হলো। ভেটেরিনারি শিক্ষাকে আরও যুগোপযোগী ও আধুনিক করতে এই অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা পালনসহ দক্ষ মানবসম্পদ তৈরিতে কাজ করবে। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. তাহেরা ইয়াসমিনের সভাপতিত্বে অতিথি ছিলেন ড. সাইফুর রহমান, ড. এস এম হারুন উর রশীদ, ড. বিকাশ চন্দ্র সরকার প্রমুখ।

সর্বশেষ খবর