রবিবার, ২ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

চাঁদা না পেয়ে প্রতিমা ভেঙেছে সন্ত্রাসীরা

নরসিংদী প্রতিনিধি

চাঁদা না পেয়ে লক্ষ্মী প্রতিমার হাত ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। নরসিংদী শহরের পশ্চিম কান্দাপাড়ার মন্টু পালের প্রতিমা কারখানায় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। সনেট নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পূজা উদ্যাপন পরিষদের নেতা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিমা কারখানা পরিদর্শন করেছেন। পুলিশ ও প্রতিমা কারখানা সূত্রে জানা যায়, দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি কারখানা থেকে মন্ডপে প্রতিমা পাঠানোর কাজ চলছে। শুক্রবার রাত ১টার দিকে পশ্চিম কান্দাপাড়ার চিহ্নিত সন্ত্রাসী আমানের নেতৃত্বে পাঁচ-ছয় জন মন্টু পালের কারখানায় আসে। তারা মন্টুর কাছে চাঁদা দাবি করলে তিনি দিতে অস্বীকার করেন। এ কারণে সন্ত্রাসীরা তাকে গালিগালাজ করে ও দেখে নেওয়ার হুমকি দেয়। এ সময় তারা কারখানায় রাখা লক্ষ্মী প্রতিমার হাত ভেঙে দেয়। নরসিংদী জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস বলেন, ‘এ ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পুলিশকে বিষয়টি জানানোর সঙ্গে সঙ্গে তারা গুরুত্বসহকারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।’ সদর থানার পরিদর্শক (তদন্ত) হারুন বলেন, মন্টু পাল দ্রুত বিচার আইনে মামলা করেছেন।

সর্বশেষ খবর