রবিবার, ২ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

কিশোর গ্যাং ঠেকাতে সাঁড়াশি অভিযান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

তুচ্ছ ঘটনার জেরে খুন ও মারামারি নারায়ণগঞ্জে ভয়াবহ রূপ ধারণ করেছে। এসব সংঘাতের মূলে রয়েছে শহর ও শহরতলিতে গড়ে ওঠা অর্ধশত কিশোর গ্যাং। বড় ভাই সম্বোধন না করা, সালাম না দেওয়া, ফেসবুকে রিঅ্যাক্ট দেওয়ার মতো সামান্য বিষয় নিয়েও সংঘর্ষে জড়িয়ে পড়ছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। গত ছয় মাসে ১০-১২টি খুনের ঘটনায় জড়িত হয়েছে এ গ্যাং। এ ছাড়া ছিনতাই, মাদক ব্যবসা ও এলাকাভিত্তিক প্রভাব বিস্তার নিয়ে এরা ভাঙচুর করছে পাড়ামহল্লার বাড়িঘর, দোকান। অভিযোগ রয়েছে, রাজনৈতিক আশ্রয়ে কিশোর গ্যাং বেপরোয়া। প্রায়ই দেখা যায়, শত শত মোটরসাইকেল নিয়ে একযোগে মহড়া দিচ্ছে কিশোর গ্যাং। এরা মোটরসাইকেল চালানোর কোনো আইন মানে না। হর্ন বাজিয়ে শহর দাপিয়ে বেড়ায়। নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোহাম্মদ রাসেল বলেন, ‘কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অভিযান চলছে। যেখানে যখন অভিযোগ পাওয়া যাচ্ছে সেখানেই পুলিশ হাজির হচ্ছে। গত এক সপ্তাহে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থেকে ৪০ জন কিশোর গ্যাং সদস্য আটক হয়েছে।’ ফতুল্লা মডেল থানার ওসি রিজওয়ান হক দীপু ও সিদ্ধিরগঞ্জের ওসি মশিউর রহমান বলেন, ‘কিশোর গ্যাং ও মাদকের বিষয়ে জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশ রয়েছে।

 দুই থানায় প্রতিদিন আমরা চিহ্নিত করে কিশোর গ্যাং আটক করছি। এ অভিযান চলবে।’

সর্বশেষ খবর