রবিবার, ২ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

পর্যটন এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদের নেতৃত্বে পর্যটন এলাকা সুগন্ধা পয়েন্টে গতকাল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সার্বিক সহযোগিতায় ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), জেলা পুলিশ, আনসার ও বিদ্যুৎ বিভাগ। এ সময় সুগন্ধায় অবৈধভাবে গড়ে ওঠা ঢাকা রান্নাঘর, কুমিল্লা কিচেন, ঢাকা রাঁধুনী রেস্টুরেন্ট অ্যান্ড বিরানি হাউসসহ আটটি বাস কাউন্টার ও একটি দোকান ভেঙে দেওয়া হয়। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর নুরুল আবছার বলেন, হাই কোর্ট কিছু প্লট বাতিল করেছে। বাতিল প্লটগুলোতে অবৈধভাবে রেস্টুরেন্ট, বাস কাউন্টার ও বিভিন্ন দোকান গড়ে উঠে। এতে সরকারি জমি বেদখল হওয়ার পাশাপাশি কক্সবাজারে আসা পর্যটক ও স্থানীয় জনসাধারণের চলাচলে অসুবিধা হচ্ছে। উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে সরকারি জমি দখল উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, কক্সবাজার আধুনিক ও মনোরম শহর হিসেবে বাস্তবায়নের জন্য উন্নয়ন কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পরিকল্পিত নগরী বাস্তবায়নে অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর