রবিবার, ২ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

গুঁড়িয়ে দেওয়া হলো দুটি ইটভাটা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

হাই কোর্টের নির্দেশনা অনুযায়ী ঢাকার ধামরাইয়ের দুটি অবৈধ ইটভাটার চুল্লি গুঁড়িয়ে দিয়েছে ঢাকা জেলা ও স্থানীয় উপজেলা প্রশাসন। এ ছাড়া আইন লঙ্ঘন করার অপরাধে এক ইটভাটা মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এ সময় নান্নার ইউনিয়নের একতা ব্রিকস ও এমকেবি ব্রিকসের চুল্লি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া ইটভাটা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে একই ইউনিয়নের ঘোড়াকান্দা এলাকার পাওয়ার ব্রিকসের মালিক মাহবুবুর রহমানকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট মঈনুল হক ও ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তারের যৌথ নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, হাই কোর্টের নির্দেশনা অনুয়ায়ী ধামরাইয়ের সব অবৈধ ইটভাটায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর