সোমবার, ৩ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

নেত্রকোনায় গলার কাঁটা ইজিবাইক

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় গলার কাঁটা ইজিবাইক

অত্যন্ত ছোট ছিমছাম শহরটা এখন ঘাম ঝরানো আর বিরক্তির শহরে পরিণত হয়েছে। বসে বসে সময় গুনতে হয় পথচারীদের। দীর্ঘ সময়ের যানজট এখন শহরবাসীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। অগনিত অটোরিকশার যত্রতত্র চলাচলে দীর্ঘ জ্যামে নাভিশ্¦াস উঠেছে শহরবাসীর। দিশাহারা পথচারী। রোগীসহ বিভিন্ন মানুষের ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজকর্ম। নেত্রকোনা পৌরবাসীর একটি সড়কের পথে চলতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে। নেত্রকোনা পৌরসভাটিতে বর্তমানে লাইসেন্সকৃত ব্যাটারিচালিত ইজিবাইক ২৩০০ বলে জানান মেয়র। অটোরিকশা রয়েছে ১৫০০ এবং মিশুক ১৩০০। তারমধ্যে প্রতিদিন ইজিবাইক অর্ধেক করে দুই শিফটে চলে বলে জানায় পৌর কর্তৃপক্ষ। কিন্তু সাধারণ মানুষের অভিযোগ লাইসেন্স ছাড়াই শহরে অটো চলে দুই থেকে আড়াই হাজার। ফলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোড়ে মোড়ে সৃষ্টি হয় তীব্র যানজটের। পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান জানান, আগে যা ছিলো অটোরিক্সা সেগুলোই রয়েছে। নতুন কোন লাইসেন্স দেওয়া হয়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর