সোমবার, ৩ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

মালিক-শ্রমিক দ্বন্দ্বে কুষ্টিয়া-মেহেরপুর রুটে বাস চলাচল বন্ধ

কুষ্টিয়া প্রতিনিধি

মালিক-শ্রমিক দ্বন্দ্বের জের ধরে কুষ্টিয়া-মেহেরপুর রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এদিকে হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এই রুটে চলাচলকারী যাত্রীরা। গত শনিবার রাতেও স্বাভাবিক ছিল বাস চলাচল। হঠাৎ বাস বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। তবে কবে নাগাদ এই রুটে বাস চলাচল স্বাভাবিক হবে এ ব্যাপারে কোনো ধারণা দিতে পারছেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গতকাল সকাল থেকে কুষ্টিয়া বাস টার্মিনাল থেকে মেহেরপুরগামী কোনো বাস ছেড়ে যায়নি। অন্যদিকে মেহেরপুর থেকে কোনো যাত্রীবাহী বাস কুষ্টিয়ায় আসেনি বলে নিশ্চিত করেছেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মকবুল হোসেন লাবলু। মরিয়ম সুলতানা তার দুই ছেলেমেয়েকে নিয়ে যাবেন মেহেরপুরে। কুষ্টিয়া বাস টার্মিনাল থেকে মেহেরপুরের বাস ছেড়ে না যাওয়ায় সুমাইয়াকে মজমপুর পর্যন্ত আসতে ৪০ টাকা অটো রিক্সা ভাড়া গুনতে হয়েছে। মজমপুর থেকেও কোনো গাড়ি না পেয়ে তাকে আরও ২০ টাকা খরচ করে আলফা মোড়ের সিএনজি স্ট্যান্ডে যেতে হয়। এখানে এসে তিনি জানতে পারেন সিএনজি মেহেরপুর পর্যন্ত যাবে না। বামুন্দি পর্যন্ত যাবে। কিন্তু এর জন্য তাকে সিএনজি ভাড়া গুনতে হবে ১২০ টাকা। সর্বশেষ মেহেরপুর পর্যন্ত যেতে আরও ১০০ টাকা লেগে যাবে। বাস না চলায় ক্ষোভ প্রকাশ করেন মরিয়ম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর