সোমবার, ৩ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
‘ইন্ডিয়া-বাংলাদেশ’ ফ্রেন্ডশিপ পাইপলাইন স্থাপন

আশার আলো দেখছে উত্তরাঞ্চলবাসী

দিনাজপুর প্রতিনিধি

আশার আলো দেখছে উত্তরাঞ্চলবাসী

দেশের উত্তরাঞ্চলে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা আরও সহজতর, নির্বিঘ্ন ও সুদৃঢ় নিশ্চিত করতে ‘ইন্ডিয়া-বাংলাদেশ’ ফ্রেন্ডশিপ পাইপলাইন স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। চলতি অক্টোবরেই পাইপ লাইনে তেল দিনাজপুরের পার্বতীপুরের রিসিপ্ট টার্মিনালে পৌঁছানো যাবে বলে আশা করেন ‘ইন্ডিয়া-বাংলাদেশ’ ফ্রেন্ডশিপ পাইপ লাইন স্থাপনের প্রকল্প পরিচালক টিপু সুলতান। এ রিসিপ্ট টার্মিনালে পাইপ লাইনের মাধ্যমে ভারত থেকে আসা তেল গ্রহণ, মজুদ ও সরবরাহ করার জন্য রিসিপ্ট টার্মিনালের কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানান তিনি। এতে আশার আলো দেখছেন উত্তরাঞ্চলবাসী। দীর্ঘদিনের জ্বালানি সমস্যা থেকে মুক্তি পাবে উত্তরের ১৬ জেলার মানুষ। নিরবচ্ছিন্নভাবে জ্বালানি তেল সরবরাহের পাশাপাশি এ অঞ্চলের কৃষি ও ব্যবসায় বাণিজ্যে অবদান রাখবে। প্রকল্পটি ভারত ও বাংলাদেশ সরকারের বন্ধুত্বের আরেকটি নতুন মাইলফলক। প্রকল্পের কাজ শেষ হলে পাইপ লাইনের মাধ্যমে দ্রুত তেল আসবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পার্বতীপুর ডিপেতে জ্বালানি তেলের মজুদ ১৫০০০ মেট্রিক টন থেকে বৃদ্ধি পেয়ে ৪৩৮০০ মেট্রিক টনে উন্নীত হবে। কোনো রকম সিস্টেমলস হবে না। পাইপ লাইনে তেল আসলে সময় ও খরচ দুটোই কমবে। উত্তরের জেলাগুলোতে ডিজেল দ্রুত সরবরাহ করা সম্ভব হবে।  জানা যায়, প্রকল্প বাস্তবায়নে দুদেশের মধ্যে ২০১৮ সালের ৯ এপ্রিল একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়। সে সময় দুদেশের প্রধানমন্ত্রী ২০১৮ সালে ১৮ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্পটির ১৩১.৫ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে ভারতের অংশে ৫ কিলোমিটার ও বাংলাদেশ অংশের ১২৬.৫ কিলোমিটার পাইপ লাইন এর মধ্যে পঞ্চগড় জেলার ৮২.১৭ কিলোমিটার, নীলফামারী ৯ কিলোমিটার ও দিনাজপুর জেলার ৩৫.৫ কিলোমিটার হয়ে পার্বতীপুর ডিপোতে সংযুক্ত হচ্ছে। বাংলাদেশ অংশের প্রকল্পিত ব্যয় বিপিসির নিজস্ব অর্থায়নে ৩০৬২৩.৩২ লাখ টাকা। প্রকল্পের পাইপলাইন স্থাপনের জন্য পঞ্চগড়, নীলফামারী ও দিনাজপুর জেলার জমির অধিগ্রহণ ও হুকুম দখল করে পাইপলাইনের কাজও সম্পন্নের পথে। এ প্রকল্প বাস্তবায়নের ফলে পার্বতীপুর রেল হেড ডিপোতে জ্বালানি তেলের মজুদ বৃদ্ধি পাবে। এলাকায় জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা সুষম হবে। পার্বতীপুরে নতুন রিসিপ্ট টার্মিনাল নির্মাণর জন্য ৪৮০০ মেট্রিক টন ধারণক্ষমতা বিশিষ্ট ৮টি ট্যাংক নির্মাণ করা হেন্ডেয়ছে। প্রকল্পের ট্যাপ অব পয়েন্ট পার্বতীপুরের সোনাপুকুর ও চিরিরবন্দর থেকে সৈয়দপুর বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত ৭ কিলোমিটার ৮ ইঞ্চি ব্যাসের ভূগর্ভ পেট্রোলিয়াম পাইপলাইনের নির্মাণ কাজ চলছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পার্বতীপুর রেলহেড ডিপোতে জ্বালানি তেলের মজুদ ১৫০০০ মেট্রিক টন থেকে বৃদ্ধি পেয়ে ৪৩৮০০ মেট্রিক টনে উন্নীত হবে। উত্তরাঞ্চলের জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধি পাবে। এই রিসিপ্ট টার্মিনালটি বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হচ্ছে, ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড ও বাংলাদেশের পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর