সোমবার, ৩ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

নারী যাত্রীকে মারপিট বুকিং সহকারীকে বদলি

সৈয়দপুর প্রতিনিধি

সৈয়দপুর রেলওয়ে স্টেশনে এক নারী ট্রেনযাত্রীকে মারপিটের মামলায় স্টেশনের বুকিং সহকারীকে স্ট্যান্ড রিলিজ দিয়ে আক্কেলপুর স্টেশনে বদলি করা হয়েছে। রেলওয়ের পাকশি বিভাগের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার দফতর থেকে দেওয়া বদলির আদেশ গত শনিবার থেকে কার্যকর করা হয়েছে। অভিযুক্ত বুকিং সহকারীর নাম জাহেদুল ইসলাম রনি। একই সঙ্গে বুকিং সহকারীর বিরুদ্ধে নারী যাত্রীর অভিযোগসহ একাধিক অনিয়মের ঘটনা তদন্ত শুরু করেছে তিন সদস্যের একটি তদন্ত কমিটি। অভিযোগ দায়েরকারী নারীর নাম রাবেয়া আক্তার মুন। তিনি সৈয়দপুর শহরের হাতিখানা চাররাস্তা এলাকার বাসিন্দা এবং ঢাকায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত। স্টেশনের বুকিং সহকারীর বদলি ও তদন্তের বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর রেলওয়ে স্টেশন মাস্টার ওবায়দুল ইসলাম রতন। অভিযোগে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় ওই নারী ১ অক্টোবর ঢাকাগামী আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের টিকিটের জন্য স্টেশনে যান। কিন্তু কাউন্টারের বুকিং সহকারী জানান, ওই তারিখের কোনো টিকিট নেই। তবে বুকিং সহকারী ওই নারী যাত্রীকে কালোবাজারে টিকিট পেতে সৈয়দপুর প্লাজার গ্লোবাল কম্পিউটারের দোকানে যাওয়ার পরামর্শ দেন। সেখানে ছয়টি টিকিটের মূল্য বাবদ গোবাল কম্পিউটারের মালিক ওই নারী যাত্রীর কাছে ৩ হাজার ২০০ টাকা নিয়ে তাকে স্টেশন বুকিং সহকারী জাহিদুল ইসলাম রনির কাছে পাঠান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর