বুধবার, ৫ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

শেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের চালচিত্র

শেরপুর প্রতিনিধি

শেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের চালচিত্র

ছয় তলায় শিশু ওয়ার্ডের চিত্র

লোকবল সংকটসহ নানাবিধ সমস্যায় শেরপুর জেলার স্বাস্থ্য বিভাগ। শুধু নামেই রয়ে গেল জেলার প্রধান চিকিৎসা কেন্দ্র জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল। এখানে ১০০ শয্যা হাসপাতালেরও সুবিধা নেই। স্বাস্থ্য বিভাগজুড়েই রয়েছে ডাক্তার, নার্স, টেকনিশিয়ানসহ লোকবল সংকট। নাগরিকরা বলছেন, শুধু লোকবল নয়, মূল সমস্যা কর্তৃপক্ষের আন্তরিকতার। স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জেলা হাসপাতালসহ অপর পাঁচ উপজেলায় ১৬৪ জন ডাক্তারের বিপরীতে আছে ৯৩ জন। ৭১ জন ডাক্তারের পদ ফাঁকা আছে। প্রতিটি হাসপাতালে ডাক্তার সংকটের জন্য চিকিৎসাব্যবস্থা অনেকটাই প্রশ্নবিদ্ধ। নার্স মোটামুটি থাকলেও টেকনেশিয়ান, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মীর ব্যাপক সংকট। পরিচ্ছন্নতা নিয়ে মানুষের মধ্যে অসšুÍষ্টি রয়েছে। দুপুর ২টার পর এ হাসপাতালে কোনো জরুরি সেবা পাওয়ার সুযোগ নেই। ১০০ শয্যার হাসপাতালের জন্য ৩৪ জন ডাক্তারের পদ থাকলেও আছেন মাত্র ২১ জন। সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য বলেছেন, জেলার স্বাস্থ্য বিভাগে আগের চেয়ে সেবা আরও বেড়েছে। উপজেলা হাসপাতালগুলোতে সেবার মান আরও বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর