বুধবার, ৫ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

আঞ্চলিক পাসপোর্ট অফিসের ফটকে তালা দিয়ে উধাও

কিশোরগঞ্জ প্রতিনিধি

আঞ্চলিক পাসপোর্ট অফিসের ফটকে তালা দিয়ে উধাও

গতকাল সকাল সাড়ে ৯টা। কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে দেখা গেছে মূল ফটক তালাবদ্ধ। খোঁজ নিয়ে জানা গেল ভিতরে কেউ নেই। পাসপোর্ট অফিসের আশপাশের লোকজন জানান, সকাল ৮টায় কর্মকর্তারা এসেছিলেন ঠিকই। কিন্তু সার্ভারে সমস্যার কারণে কাজ করা সম্ভব হচ্ছে না বলে সাড়ে ৯টার দিকে চলে যান তারা। অফিসে কাউকে না পেয়ে জেলার বিভিন্ন উপজেলা থেকে পাসপোর্ট করতে এবং সংগ্রহ করতে আসা শত শত লোক পড়েন ভোগান্তিতে। এ বিষয়ে কথা বলতে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সার্ভারে সমস্যা তাই কিছুই করার সুযোগ নেই। অন্যদিকে জেলা প্রশাসন বলছে সার্ভারে সমস্যা থাকলেও অফিস টাইম চলাকালীন তালাবদ্ধ করার সুযোগ নেই। জেলার হাওর উপজেলা ইটনার ছিলনী গ্রাম থেকে পাসপোর্ট করতে এসেছিলেন মো. হাসিবুর রহমান। অফিসের সামনে গিয়ে দেখেন মূল ফটক তালাবদ্ধ। একই উপজেলার পাঁচকাহনীয়া গ্রাম থেকে পাসপোর্ট সংক্রান্ত সমস্যায় অফিসে যোগাযোগ করতে এসেছিলেন মো. শাফিউল্লাহ। তালাবদ্ধ থাকায় তিনিও একই ভোগান্তির শিকার হন। একই উপজেলার রায়টুটী এলাকার মো. শামসুর রহমান (৬৫) ওমরা হজে যাওয়ার জন্য পাসপোর্ট করেছিলেন। তিনি বলেন, আজকে এসেছিলাম পাসপোর্ট নিতে, এসে দেখি কেউ নেই। অফিসের গেটে তালা।

সর্বশেষ খবর