বুধবার, ৫ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

বরিশালে ট্যাংকলরি শ্রমিকদের ১০ দফা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ট্যাংকলরি শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণ, নিহত শ্রমিকের পরিবারকে ৫ লাখ টাকা বীমা সুবিধা প্রদান এবং ট্যাংকলরি টার্মিনাল নির্মাণসহ ১০ দফা দাবিতে বরিশালে প্রস্তুতি সভা করেছে বরিশাল বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন। আগামী ২২ অক্টোবরের মধ্যে ১০ দফা দাবি পূরণ না হলে ২৩ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা। গতকাল সকালে নগরীর বান্দ রোডের যমুনা অয়েল ডিপো চত্বরে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা। বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আ. মতিন মুন্সি ও সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন। বরিশাল বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি মাসুম খন্দকারের সভাপতিত্বে এ প্রস্তুতি সভায় প্রধান বক্তা ছিলেন সংগঠনের বরিশাল বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ মো. কামাল হোসেন।

সর্বশেষ খবর