বুধবার, ৫ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

অবৈধভাবে বালু তোলার দায়ে পাঁচজনের কারাদন্ড

ভোলা প্রতিনিধি

ভোলার তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচজনকে ১৫ দিনের কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকালে ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আলী সুজা এই রায় দেন। এ সময় ২টি ড্রেজার এবং ৭টি বাল্কহেড ৪৬ লাখ টাকায় নিলামে বিক্রি করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা শাফিউল কিঞ্জল জানান, সকালে ভেদরিয়ার এলাকার তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ২টি ড্রেজার ও ৭ বাল্কহেড জব্দ করা হয়। এ সময় ৫ জনকে আটক করা হয়। আটককৃতরা ভোলা ও বরিশালের বাসিন্দা। পরে বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আটক ৫ জনকে ১৫ দিন করে কারাদন্ডাদেশ দেন। এছাড়া জব্দকৃত ড্রেজার ও বাল্কহেডগুলো ৪৬ লাখ টাকায় নিলামে বিক্রি করা হয়।

সর্বশেষ খবর