বুধবার, ৫ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

গৃহবধূকে পিটিয়ে হত্যার ২৭ বছর পর ননদ গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি

গৃহবধূকে পিটিয়ে হত্যার ২৭ বছর পর ননদ গ্রেফতার

ফুলবাড়িয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূ মনোয়ারা বেগমকে পিটিয়ে হত্যার ২৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ননদ মোছা. শামসুন্নাহারকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। শামসুন্নাহার উপজেলার হুরবাড়ি গ্রামের জোবেদ আলীর মেয়ে। গতকাল দুপুরে র‌্যাব-১৪র কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়। এর আগে সোমবার রাতে রাজধানীর পল্লবী এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব-১৪র এএসপি বেলায়েত হোসেন জানান, হুরবাড়ি গ্রামের জোবেদ আলীর ছেলে আবদুল আউয়ালের সঙ্গে মনোয়ারা বেগমের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে যৌতুকের জন্য মনোয়ারা বেগমের ওপর নির্যাতন শুরু হয়। ঘটনার দিন ১৯৯৪ সালের ১১ ডিসেম্বর রাতে অন্তঃসত্ত্বা মনোয়ারাকে স্বামী আউয়াল, তার বোন শামসুন্নাহার ও হাফেজা এবং তাদের ভাতিজা সাইফুল লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। হত্যার পর তারা মুখে বিষ দিয়ে আত্মহত্যা বলে প্রচার চালায়। পরে নিহতের ভাই শহিদুল্লাহ হত্যা মামলা করেন।

সর্বশেষ খবর