বুধবার, ৫ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

সেই হরিজন কিশোর অধিকার পেল হোটেলে বসে খাওয়ার

নিজস্ব প্রতিবেদক, রংপুর

গত শনিবার রংপুর নগরীর কাচারীবাজারস্থ মৌবন হোটেল ও রেস্টুরেন্ট থেকে হরিজন সম্প্রদায়ের স্কুলছাত্র জীবন বাসফোরকে (১৬) ধাক্কা দিয়ে বের করে দেন হোটেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা। সেই সঙ্গে প্রতিষ্ঠানের প্যাডে ‘এই হোটেলে খাওয়া নিষেধ সুইপারের’ লিখে ওই হোটেলে হরিজনদের খাওয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ ঘটনায় ফুঁসে উঠে হরিজন সম্প্রদায় ও সচেতনরা। এ ঘটনায় ন্যায়বিচার চেয়ে থানায় অভিযোগ দিয়েছেন হরিজন সম্প্রদায়ের নেতারা। এ ছাড়া সোমবার মানববন্ধন করা হয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে হরিজন কিশোর জীবন বাসফোরকে মিষ্টি খাইয়ে দুঃখ প্রকাশ করেছে মৌবন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। মৌবন হোটেলের ম্যানেজার আরিফুজ্জামান হোটেলে জীবন বাসফোরকে মিষ্টি খাইয়ে হরিজনদের সঙ্গে হোটেল কর্তৃপক্ষের বিরোধের মীমাংসা করেন।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান, কোতোয়ালি থানার ওসি মাহফুজার রহমান, হরিজন অধিকার আদায় সংগঠনের নেতা রাজা বাসফোর, রাজু বাসফোর, সাজু বাসফোর, সুরেশ বাসফোরসহ অন্যরা। এর আগে পুলিশ বিরোধ মীমাংসার জন্য কোতোয়ালি থানায় হরিজন সম্প্রদায়ের নেতা ও মৌবন হোটেল কর্তৃপক্ষকে নিয়ে আলোচনায় বসেন। সভায় দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না বলে হোটেল কর্তৃপক্ষ আশ্বস্ত করেন। হরিজন নেতা সুরেশ বাসফোর বলেন, গত মঙ্গলবার মীমাংসার পর মৌবন হোটেলে গিয়ে আমরা একসঙ্গে মিষ্টি খেয়েছি। আগামীতে এ ধরনের ঘটনা ঘটবে না বলে হোটেল কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে। আমাদের পাশে যারা দাঁড়িয়েছিলেন আমি সবাইকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ এমন একটি দেশ যেখানে কোনো মানুষের প্রতি অন্যায় হলে সবাই সেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। হোটেল ম্যানেজার আরিফুজ্জামান বলেন, গত শনিবার যে ঘটনাটি ঘটেছে সেখানে মালিক পক্ষের কেউ জড়িত ছিল না। কোনো কাস্টমার হয়তো প্যাডের পাতায় ‘এই হোটেলে খাওয়া নিষেধ সুইপারের’ লিখে দিয়েছিল। প্রশাসনের মাধ্যমে হরিজনদের সঙ্গে হোটেল কর্তৃপক্ষের যে বিরোধ ছিল তা মিটে গেছে। আমি নিজেই জীবন বাসফোরকে মিষ্টি খাইয়ে দিয়েছি।  মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি মাহফুজার রহমান বলেন, হোটেল কর্তৃপক্ষ ও হরিজন সম্প্রদায়ের নেতাদের নিয়ে আলোচনার ভিত্তিতে বিরোধটি মীমাংসা করা হয়েছে।

সর্বশেষ খবর