বুধবার, ৫ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

কন্যাশিশু বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কারিগর হিসেবে গড়ে উঠবে : হুইপ ইকবাল

দিনাজপুর প্রতিনিধি

আজকের কন্যাশিশু বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সুনিপুণ কারিগর হিসেবে গড়ে উঠবে উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ। আগামী দিনে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দেবে আজকের শিশুরাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের শিক্ষা, পুষ্টি, সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন আইন, নীতি ও কর্মপরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন করে যাচ্ছেন। শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও শিশুবান্ধব পরিবেশ সৃষ্টিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। বাল্যবিবাহ রোধ করতে হবে। অভিভাবকরা সচেতন হলে বাল্যবিবাহ রোধ করা সম্ভব হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টা, ত্যাগ তিতিক্ষার পর সফল প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে রোল মডেল হিসেবে বিশ্বে নেতৃত্বে দিচ্ছে। যার অপ্রতিরোধ্য পথ চলায় বাংলাদেশ আজ ছুটে চলছে উন্নয়নের মহাসড়কে। শেখ হাসিনা মানেই উন্নয়নের জয়জয়কার। শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও যোগাযোগ ব্যবস্থাসহ মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে। সব ক্ষেত্রেই উন্নয়ন স্বপ্ন নয়, বাস্তবে রূপ নিয়েছে। গতকাল দিনাজপুর শিশু একাডেমি প্রাঙ্গণে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদফতর ও শিশু একাডেমি দিনাজপুরের আয়োজনে ও ব্রাক, ওয়ার্ল্ডভিশন, আরডিআরএস, পল্লী শ্রী, এমবিএসকেসহ নিবন্ধিত মহিলা সমিতি দিনাজপুরের সহযোগিতায় জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সর্বশেষ খবর