বুধবার, ৫ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ঝুঁকিপূর্ণ রেলক্রসিংয়ে প্রাণহানির শঙ্কা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

ঝুঁকিপূর্ণ রেলক্রসিংয়ে প্রাণহানির শঙ্কা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জয়দেবপুর-রাজশাহী রেললাইনের ভুঙ্গাবাড়ি রেলক্রসিংয়ে আটকে পড়া কাঠ ভর্তি ট্রাক -বাংলাদেশ প্রতিদিন

কালিয়াকৈরে একটি রেলক্রসিংয়ে আঞ্চলিক সড়কের খানাখন্দে কয়েক দিন পর পর আটকে পড়ছে মালবাহী ভারী যানবাহন। বড় ধরনের দুর্ঘটনায় প্রাণহানির আশঙ্কায়ও মেরামত করা হচ্ছে না সড়ক। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় লোকজন।

জানা যায়, ধামরাই-কালিয়াকৈরে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক দিয়ে যাতায়াত সহজ হওয়ায় এ পথ দিয়ে কয়েকটি জেলার মানুষ ছোট-বড় যানবাহন নিয়ে চলাচল করে। ওই সড়কের ওপর দিয়ে বয়ে গেছে উত্তববঙ্গের একমাত্র রেলপথ। ওই রেলক্রসিংয়ের খানাখন্দে গতকাল বালুবাহী একটি ট্রাক আটকে পড়ে। ফোনে যোগাযোগ করে ওই স্থানে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি থামিয়ে দেয় রেল কর্তৃপক্ষ। এতে শিডিউল বিপর্যয়ে পড়ে চরম দুর্ভোগে পড়েন ট্রেন যাত্রীরা। বঙ্গবন্ধু হাইটেক রেলস্টেশনের মাস্টার তাউলাদ হোসেন জানান, সকালে ট্রাক আটকে পড়লে কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল। গাজীপুর সওজ’র উপ-সহকারী অভি আহম্মেদ সুজন জানান, খোঁজ নিয়ে সড়কটি মেরামত করা হবে।

সর্বশেষ খবর