বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

জনগণের দ্বারপ্রান্তে সেবা পৌঁছে দিতে হবে : শামীম

শরীয়তপুর প্রতিনিধি

জনগণের দ্বারপ্রান্তে সেবা পৌঁছে দিতে হবে : শামীম

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ গড়ার। আর বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেদিকেই এগিয়ে যাচ্ছে দেশ। আমাদের সবাইকে কাজ করতে হবে।

সব ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সরকারের সব সেবার মান বৃদ্ধি করে জনগণের দ্বারপ্রান্তে সেবার মান নিশ্চিত করতে হবে। গতকাল শরীয়তপুরের সখিপুরের চরভাগায় উপমন্ত্রীর বাসভবনে নড়িয়া ও সখিপুরের ২৪টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপমন্ত্রী শামীম বলেন, ইউনিয়ন পরিষদগুলো আরও কার্যকর করতে হবে। বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সব সেবার মান আরও বাড়াতে হবে। শেখ হাসিনা সাধারণ মানুষকে নিয়ে ভাবেন। ‘গ্রাম হবে শহর’ এই প্রতিপাদ্য নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। যেদিকে তাকাই সেদিকে উন্নয়নের ছোঁয়া। এগুলো শেখ হাসিনার অবদান। উন্নয়নের গতি অব্যাহত থাকলে এশিয়ার সেরা দেশ হবে বাংলাদেশ।

সর্বশেষ খবর