রবিবার, ৯ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

কলেজমাঠে সবজি চাষ

চাঁপাইনবাগঞ্জ প্রতিনিধি

কলেজমাঠে সবজি চাষ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা জোহুর আহমেদ মিয়া কলেজমাঠে বেগুন ও মাসকলাই চাষ হচ্ছে। এতে খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। জানা যায়, তিন মাস আগে চৌডালা জোহুর আহমেদ মিয়া কলেজমাঠের ২৫ শতক জমি ২০ হাজার টাকায় বর্গা দেওয়া হয়েছে। সেখানে আবাদ হয়েছে সবজির। এতে খেলাখুলা করতে পারছে না শিক্ষার্থীরা। দীর্ঘদিন মাঠে খেলা না হওয়ায় ক্রীড়াপ্রেমীরাও এমন কাজের নিন্দা জানিয়েছেন। স্থানীয় এক বাসিন্দা বলেন, এ বছর কলেজমাঠে প্রথমে বালু উত্তোলন করে ব্যবসা করা হয়েছে। তারপর বেগুন ও মাষলকাই লাগানো হয়েছে। মাঠ খেলাধুলার স্থান হিসেবে থাকার কথা, সেখানে সবজি চাষ হচ্ছে এটা দুঃখজনক। সবজি বাগান মালিক আবদুল হাকিম আলী বলেন, বছরপ্রতি ২০ হাজার টাকায় বর্গা নিয়ে আষাঢ় মাস থেকে কলেজ মাঠে বেগুন চাষ করছি। কয়েক মাস থেকে মাষকালাই চাষ হচ্ছে। তিনি আরও জানান, সবজি চাষ করার আগে কলেজমাঠে বালু উত্তোলন করা হয়েছিল। অতিরিক্ত বালু বাইরে বিক্রিও করা হয়েছে। আগে এখানে খেলাধুলা হতো কিন্তু সবজি চাষের পর আর খেলা হয় না বলেও জানান তিনি। কলেজছাত্র আবদুর রহিম জানান, এই মাঠে আমরা দীর্ঘদিন ধরে খেলাধুলা করে আসছি। বিভিন্ন টুর্নামেন্টের আয়োজনও করা হতো। কয়েক মাস থেকে কলেজমাঠে সবজি চাষ করায় আর খেলাধুলা করা যায় না। অধ্যক্ষ কামরুজ্জামান জানান, মাঠে সবজি চাষ করা যাবে না, এটা কোথায় বলা আছে। আর আমি সবজি চাষ করতে দিয়েছি সেটা ম্যানেজিং কমিটির সবাই জানে। গোমস্তাপুরের ইউএনও আসমা খাতুন বলেন, যেখানে বেগুন লাগানো আছে সেই জমি আগে পুকুর ছিল। মাটি ভরাট করে মূলত খেলার মাঠে পরিণত করার জন্যই সবজি আবাদ করা হয়েছে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর