বুধবার, ১২ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১১

মাদারীপুর প্রতিনিধি

দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১১

মাদারীপুর পৌর এলাকায় গাছ কাটার বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকালে পৌর শহরের মধ্য খাগদী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, মাদারীপুর পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নারায়ণ বালা বাড়ির পাশের একটি চাম্বুল গাছ কাটতে গেলে পান্নু দাস ও তার ছেলেরা বাধা দেন। একপর্যায়ে উভয় পক্ষের তর্কবির্তকের পর হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ১১ জন আহত হন। এর মধ্যে নয়জনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  আহতরা হলেন- নারায়ণ বালা, মায়া বালা, মানিক বালা, জয় বালা, রণজিৎ দাস, পাপড়ি দাস, পান্নু দাস, তপন দাস, স্বপন দাস, রতন দাস, বাসুদেব দাস। আহত নারায়ণ বালা বলেন, আমার কেনা গাছ, আমি কাটতে গেলে হঠাৎ করে পান্নু দাস ও তার ছেলেরা আমার ও আমার স্ত্রীসহ পরিবারের ওপর হামলা করে। আমি এ ঘটনার বিচার চাই। এ বিষয়ে পান্নু দাসের ছেলে তপন দাস বলেন, আমরা কোনো হামলা করিনি। ওরা-ই আমাদের ওপর প্রথম হামলা করে। এতে আমার বাবা ও চার ভাই আহত হয়েছি। এ বিষয়ে মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর