বুধবার, ১২ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

মলম পার্টির অত্যাচারে ঘুম নেই তেঁতুলিয়ায়

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মলম পার্টির খপ্পরে সর্বস্বান্ত হচ্ছে সাধারণ পরিবার। চুরিসহ বিভিন্ন প্রতারণার শিকার এ পরিবারগুলো পাচ্ছে না কোনো আইনগত সহায়তা। এলাকার মাদকাসক্ত প্রতারক চক্রই এসব অপকর্মের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন তারা। গত তিন মাসে উপজেলার ভজনপুর এলাকায় চারটি বাড়িতে রাতের আঁধারে পরিবারের সদস্যদের ঘুমের ওষুধ ও বিভিন্ন চেতনানাশক ওষুধ খাইয়ে কয়েক লাখ টাকাসহ গহনাপত্র চুরির ঘটনা ঘটে। এই এলাকায় এখন মানুষ রাতের বেলা ঘুমাতে পারেন না। গ্রাম জুড়ে রাতের বেলা স্থানীয়রা দল ভিত্তিতে পাহারা দিচ্ছেন।  জানা গেছে এই উপজেলার ভজনপুর, দেবনগড়, বাংলাবান্ধা, শালবাহান এবং তেঁতুলিয়া সদর ইউনিয়নে গত এক বছরে অন্তত ৮০ থেকে ১০০ বাড়িতে এই চুরির ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, মলম পার্টির সদস্যরা প্রথমে স্থানীয়দের সহযোগিতা নিয়ে নির্ধারিত বাড়িতে যায়। তারপর কৌশলে বাড়ির খাবার পানি বা রান্নাঘরে সাজানো অন্যান্য খাবারে ঘুমের ট্যাবলেট এবং চেতনানাশক ওষুধ মিশিয়ে দেয়। রাতে ওই খাবার খেয়ে পরিবারের সদস্যরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। বাড়ির লোকেরা দীর্ঘ কয়েক ঘণ্টা ঘুমাতে থাকে। অনেকে অজ্ঞান হয়ে অসুস্থ হয়ে পড়ে। এ অবস্থায় মলম পার্টির সদস্যরা বাড়িতে প্রবেশ করে নগদ টাকা, গহনাপত্র এবং জমির কাগজপত্র চুরি করে নিয়ে যায়।

সর্বশেষ খবর