শিরোনাম
বুধবার, ১২ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

বোমা বিস্ফোরণের ঘটনায় ককটেলসহ দুজন আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

বোমা বিস্ফোরণের ঘটনায় ককটেলসহ দুজন আটক

সিরাজগঞ্জের সলঙ্গায় ককটেল বোমা বিস্ফোরণের ঘটনায় অবিস্ফোরিত সাতটি ককটেলসহ দুজনকে আটক করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। আটককৃতরা হলো আল-আমিন হোসেন (১৯) ও মিকাইল হোসেন (১৯)। মঙ্গলবার সকালে র‌্যাব-১২ এর হেডকোয়ার্টারে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানান র‌্যাব-১২ এর অধিনায়ক মো. মারুফ হোসেন। তিনি জানান, শামিম হোসেন নামের এক দুর্বৃত্ত আল-আমিন ও মিকাইলকে সঙ্গে নিয়ে সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়াশিকার এলাকায় একটি ভাড়া বাসা নিয়ে বিভিন্ন সময়ে ভিন্ন-ভিন্ন ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি করত। মুক্তিপণ দিতে রাজি না হলে বিভিন্নভাবে অপহৃতদের ওপর শারীরিক নির্যাতন চালাত। গত সোমবার বিকালে সিরাজগঞ্জ শহরের এক বালু ব্যবসায়ীকে ব্যবসায়িক আলোচনার কথা বলে নিয়ে এসে তাকে আটক করে মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ দিতে রাজি না হলে তার শরীরে বৈদ্যুতিক শক দেয়। এ সময় ব্যবসায়ীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা দুটি ককটেল বোমা বিস্ফারণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে দুজন আহত হয়। তিনি আরও জানান, খবর পেয়ে র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ককটেল ও অস্ত্র উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর