বুধবার, ১২ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

শিল্পপ্লটের রাজস্ব আত্মসাতের চেষ্টা

নওগাঁ প্রতিনিধি

শিল্পপ্লটের রাজস্ব উত্তোলন করে সরকারি কোষাগারে জমা না দেওয়ার আভিযোগ উঠেছে বিসিক নওগাঁ কার্যলয়ের উপব্যবস্থাপক শামীম আক্তার মামুন ও শিল্পনগরী কর্মকর্তা ওয়াসিম সরকারের বিরুদ্ধে। এ ছাড়া প্রতি মাসে বিসিকের অফিসে প্লটের আনুষঙ্গিক সার্ভিস চার্জের টাকা দেওয়ার জন্য উদ্যোক্তাদের নির্দেশ দিয়েছেন এই দুই কর্মকর্তা। নিয়মানুযায়ী উদ্যোক্তারা প্লট ভাড়া, সার্ভিস চার্জ, ভূমি উন্নয়ন           করসহ আনুষঙ্গিক টাকা বিসিক কার্যালয় থেকে চালান ফরম সংগ্রহ করে সরাসরি নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে জমা দেবেন। অভিযুক্ত দুই কর্মকর্তারা বলছেন, রাজস্ব ব্যাংকে জমা দেওয়া হয়েছে। তবে উদ্যোক্তাদের রশিদ দেওয়া হয়নি।

সর্বশেষ খবর