বুধবার, ১২ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ভুয়া সার্টিফিকেট দিয়ে ১১ বছর ওকালতি, অবশেষে বহিষ্কার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিএ পাস না করেও ভুয়া সনদ দিয়ে ২০১১ সাল থেকে চাঁপাইনবাবগঞ্জে ওকালতি করায় মো. আবদুর রহমান (২) নামের এক ব্যক্তির সদস্যপদ বাতিল করেছে জেলা আইনজীবী সমিতি। সোমবার সমিতির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জোবদুল হক জানান, মো. আবদুর রহমান (২) নামের এক ব্যক্তি বিএ পাস না করেও ভুয়া সনদ দিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যপদ গ্রহণ করে তিনি ২০১১ সাল থেকে ওকালতি করে আসছেন। বিষয়টি নিয়ে বাবুল আক্তার নামে এক ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতি, দুদক ও আইন মন্ত্রণালয়ে অভিযোগ দেন এবং অভিযোগ পাবার পর জেলা আইনজীবী সমিতি তদন্ত শুরু করে। তদন্তে জানা যায়, মো. আবদুর রহমান(২) নামের ব্যক্তিটি বিএ পাস করেননি। তিনি বিএ পাসের ভুয়া সনদ দিয়ে আইন পেশা আসেন। যে কারণে তার মো. আবদুর রহমান(২) এর সদস্যপদ বতিল করা হয়েছে। এ ব্যাপারে বহিষ্কৃত মো. আবদুর রহমান (২) বলেন, তিনি বি.এ ইংরেজি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর পুনরায় বোর্ড চ্যালেঞ্জ করে পাস করেন। কিন্তু পাসের ফলাফল সংবলিত রেজাল্ট সিটটি দাখিল করা হয়নি। তবে আগামী এক সপ্তাহের মধ্যে তিনি সেই কাগজ জেলা আইনজীবী সমিতিতে দাখিল করবেন এবং তার সদস্য পদ পুনরায় ফিরে পাবেন।

সর্বশেষ খবর