শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

বসুন্ধরা টেকনিক্যাল ইনস্টিটিউটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

গাজীপুর প্রতিনিধি

বসুন্ধরা টেকনিক্যাল ইনস্টিটিউটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

টঙ্গী কলেজ গেট এলাকায় অবস্থিত বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা টেকনিক্যাল ইনস্টিটিউটের (বিটিআই) ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিংয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, অষ্টম পর্বের শিক্ষার্থীদের বিদায় ও জব ক্যারিয়ারবিষয়ক সেমিনার গতকাল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. কাজী শওকত-উল ইসলামের সভাপতিত্বে  প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বসুন্ধরা ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার এ কে এম নওশেরুল আলম। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অধ্যয়নরত সব শিক্ষার্থীর অংশগ্রহণে ‘জার্নি টু ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার হয়। এতে রিসোর্স পারসন হিসেবে সেশন উপস্থাপন করেন বিডিজবস.কমের ব্যবস্থাপক আবু হাসান টুটুল। বর্তমানে প্রতিষ্ঠানটিতে  ৩০০-এর বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। ২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকে বসুন্ধরা টেকনিক্যাল ইনস্টিটিউট গরিব ও মেধাবী শিক্ষার্থীদের সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটির উত্তীর্ণের হার প্রায় শতভাগ।

 

সর্বশেষ খবর