রবিবার, ১৬ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

সাপ দিয়ে ‘পাতা খেলা’ দেখতে উপচেপড়া ভিড়

দিনাজপুর প্রতিনিধি

সাপ দিয়ে ‘পাতা খেলা’ দেখতে উপচেপড়া ভিড়

গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী তন্ত্রমন্ত্রের মনোমুগ্ধকর সাপ দিয়ে ‘পাতা খেলা’ দেখতে জড়ো হন শত শত মানুষ। করতালি উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে পাতা খেলা উপভোগ করল দূর-দূরান্ত থেকে আসা নানা বয়সী নারী-পুরুষ ও শিশু। গত শুক্রবার পড়ন্ত বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনাজপুরের ঘোড়াঘাটের সিংড়া গ্রামের স্থানীয় যুব সমাজের আয়োজনে সিংড়া ছাগল হাটির মাঠে অনুষ্ঠিত হয় গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই খেলা। শুক্রবার দুপুরের পর থেকে সিংড়া ছাগল হাটির মাঠ কানায় কানায় ভরে যায়। পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবের আমেজ। এরপর মাঠের চার কোনে সহযোগী তান্ত্রিকদের নিয়ে আসন গেড়ে বসেন। তান্ত্রিকেরা বিভিন্ন নিরগুন বা তন্ত্র-মন্ত্রের বলে সাপকে তাদের কাছে টানতে থাকেন। পাঁচটি তান্ত্রিক দল তন্ত্রমন্ত্র দিয়ে পাতা রুপি সাপকে মাঠের মাঝখান থেকে চারদিকে টানার প্রতিযোগিতা করেন। যে দল তাদের মন্ত্রের মাধ্যমে সাপ নামের পাতাকে নিজের দিকে একবার টানতে পারবে, সেই দল পাবে একটি করে পাতিহাঁস। সিংড়া ইউপি সদস্য আবদুল মালেক জানান, স্থানীয়ভাবে এই খেলার আয়োজন করা হয়। চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে রবিবার (আজ)। দর্শক আজিনুর রহমান বলেন, পাতা খেলা নামে যে কোনো খেলা আছে তা জানা ছিল না। এই খেলা আগে কখনো দেখিনি। খেলাটি খুব মজার। আবদুল কাদের বলেন, আমাদের গ্রামে কখনোই সাপ দিয়ে পাতা খেলা হয়নি। তাই দেখতে এসেছি। খেলার আয়োজক সিংড়া গ্রামের নাইম হোসেন বলেন, আমরা  ছোটবেলা থেকেই এই খেলার নাম শুনেছি, কখনো  দেখা হয়নি। তন্ত্রমন্ত্রের এ পাতা বা সাপ খেলাটি আদিবাংলার একটি গ্রামীণ সংস্কৃতি। ঐতিহ্যবাহী  খেলাটি আজ হারিয়ে যেতে বসেছে। খেলাটি ধরে রাখতে এই আয়োজন।

সর্বশেষ খবর