বুধবার, ১৯ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

সীমান্তে ১৩ কেজি সোনা জব্দ, পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি

ভারতে পাচারের সময় যশোরের ঝিকরগাছা উপজেলার ব্যাঙ্গদা সীমান্ত থেকে গতকাল ১০৬ পিস (১৩ কেজি) সোনার বার জব্দ ও এক পাচারকারীকে আটক করেছেন বিজিবি সদস্যরা। আটক ব্যক্তির নাম সাজু আহমেদ। তিনি যশোরের চৌগাছা উপজেলার বড় কাবিলপুর গ্রামের আবদুল সালামের ছেলে। বিজিবি জানায়, গোপন খবরে তারা জানতে পারেন যে সোনার চালান ভারতে পাচারের উদ্দেশে একজন ব্যাঙ্গদা সীমান্তে অবস্থান করছেন। বিজিবির অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে সাজু আহমেদকে আটক করে। তার শরীরে তল্লাশি করে জব্দ করা হয় ১০৬টি সোনার বার। যার বাজার মূল্য ১২ কোটি ২২ লাখ টাকা বলে জানায় বিজিবি। ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী সোনাসহ পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ খবর