বুধবার, ১৯ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

প্রাণিসম্পদ কর্মকর্তার গাড়িতে হামলা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সরকারি গাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসীরা। উপজেলার পোলঘাট এলাকায় সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. ইমরান হোসেন ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সিলভিয়া আফরিন বৃষ্টি গাড়ি থেকে বের না হওয়ায় তারা অক্ষত রয়েছেন। এ ঘটনায় রাতেই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাদী হয়ে বাগেরহাট সদর থানায় মামলা করেন। হামলার প্রতিবাদে গতকাল দিনভর কর্মবিরতি পালন ও দুপুরে সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসে কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন করেছেন। ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের আটক ও আইনানুগ ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। বাগেরহাট সদর প্রাণিসম্পদ উপজেলা অফিস চত্বরে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইমরান হোসেন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. সিলভিয়া আফরিন বৃষ্টি, ডা. ইকবাল হোসেন, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা শেখ হারুন অর রশিদ, মল্লিক শাহীন আকতার প্রমুখ। হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আটক করতে পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. লুৎফর রহমানও। বাগেরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহাসীন জানান, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার গাড়িতে হামলার ঘটনায় সোমবার রাতেই মামলা হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।

সর্বশেষ খবর