বুধবার, ১৯ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী কাজ বন্ধ করলেন এলাকাবাসী

লালমনিরহাট প্রতিনিধি

সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী কাজ বন্ধ করলেন এলাকাবাসী

লালমনিরহাটে কালীগঞ্জের সড়ক নির্মাণে নিম্নœমানের ইট আর বালু ব্যবহার করায় কাজ বন্ধ করে দিয়েছেন গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে উপজেলার শাখাতী দ্বিমুখী উচ্চবিদ্যালয় মৌজাশাখাতী এলাকায়। জানা যায়, এলজিইডি প্রকৌশলীর যোগসাজশে ১০ লাখ টাকা ব্যয়ে প্রায় এক কিলোমিটার রাস্তা পাকা করার কাজ পান স্থানীয় ঠিকাদার আবু তাহের। এলাকাবাসীর কাছে কাজের অনিয়মের অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মদাতী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব। তিনি অভিযোগের সত্যতা পেয়ে নিম্নমানের সামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। গতকাল সরেজমিন দেখা যায়, নিম্নœমানের কাজ হচ্ছে এমন অভিযোগ এনে গ্রামবাসী রাস্তার ওপর অবস্থান করছেন। এ সময় রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রীর ব্যবহার করায় শ্রমিকদের কাজে বাধা দেন গ্রামবাসী। তোপের মুখে কাজ বন্ধ রাখা হয়। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী শামসুজ্জামানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ হলে তিনি নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কথা স্বীকার করেন।

সর্বশেষ খবর