শিরোনাম
বুধবার, ১৯ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ধরার পর জানা গেল হত্যা ও লুটের পরিকল্পনা

সিরাজগঞ্জ প্রতিনিধি

মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনজনকে আটকের পর জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে হত্যাকান্ড ও লুটের পরিকল্পনার কথা। আটক তিনজনই পেশাদার ডাকাত ও ভাড়াটিয়া খুনি চক্র। আটকের পর তাদের তথ্যের ভিত্তিতে ৭.৬৫ বিদেশি পিস্তল, ১টি ওয়ান শুটার গান, ১টি ম্যাগজিন, ১ রাউন্ড পিস্তলের ও ১ রাউন্ড শুটারগানের গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল এ তথ্য জানান। আটককৃত ডাকাতরা হলো- মন্তাজ আলী প্রামাণিক (২৮), আলী হাসান (২৭) ও লিখন (২২)। পুলিশ সুপার জানান, সোমবার বিকালে গোয়েন্দা পুলিশের একটি টিম বেলকুচি উপজেলার চর সমেশপুর এলাকায় রাস্তা দিয়ে মাদকবিরোধী অভিযানে যাচ্ছিল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইডি ফুড রিভার নামে একটি হোটেলের সামনে থেকে সংঘবদ্ধভাবে অবস্থান করা ৬/৭ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তিনজকে গ্রেফতার করে। 

সর্বশেষ খবর