শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

২৪ সোনার বারসহ পাঁচজন আটক

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

হিলি সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২৪টি সোনার বারসহ বাংলাদেশি পাঁচ পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা বিভাগ। বুধবার বিকালে পাসপোর্টের কার্যক্রম শেষে ভারতে প্রবেশের পূর্র্বে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়। জব্দ সোনার বারগুলোর ওজন দুই কেজি ৪০০ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬৮ লাখ টাকা বলে জানানো হয়েছে। আটকরা হলেন- মানিকগঞ্জ জেলার নিমাই দাসের ছেলে মনোরঞ্জন, মিনহাজ উদ্দিনের ছেলে ফরহাদ, মোতালেব মোল্লার ছেলে জসীম উদ্দিন, শামসুল ইসলামের ছেলে মনিরুল ও গাইবান্ধার সুন্দরগঞ্জের আজগর আলীর ছেলে মতিয়ার রহমান। মামলার করে গতকাল আটকদের হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ খবর