শনিবার, ২২ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

বাসাইলে ২৫ বছর ধরে বন্ধ ১৫ কমিউনিটি প্রাথমিক স্কুল

টাঙ্গাইল প্রতিনিধি

বাসাইলে ২৫ বছর ধরে বন্ধ ১৫ কমিউনিটি প্রাথমিক স্কুল

টাঙ্গাইলের বাসাইল উপজেলার ১৫টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় প্রায় ২৫ বছর ধরে বন্ধ রয়েছে। ভবন থাকলেও এসব স্কুলে নেই শিক্ষাকার্যক্রম। কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের পর থেকে হাতেগোনা কয়েকটিতে পাঠদান চললেও বাকিগুলোর গতি হয়নি। আগাছা ও ঝোপঝাড়ে ছেয়ে গেছে ভবন। আসবাবপত্র নিয়ে গেছেন স্থানীয় প্রভাবশালীরা। পরিত্যক্ত ভবন ব্যবহার হচ্ছে বসতবাড়ি, ক্লাব, গোয়ালঘর ও জুয়ার আসর হিসেবে। বিদ্যালয়গুলো বছরের পর বছর এভাবে পড়ে থাকলেও সচল করার কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শিক্ষা অফিস সূত্র জানায়, ১৯৯৫-৯৬ অর্থবছরে এসব বিদ্যালয় স্থাপন করা হয়। সরকারি নিয়ম অনুযায়ী স্কুল চালু করার সময় স্থানীয়দের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার বিধান ছিল। তখন উপজেলার প্রত্যন্ত এলাকায় বিধি মোতাবেক যোগ্যতাসম্পন্ন শিক্ষক পাওয়া যায়নি। যাদের নিয়োগ দেওয়া হয়েছিল বেতন কম থাকায় তারা অন্য পেশায় চলে যান। এরপর থেকে এসব বিদ্যালয় পরিণত হয়েছে পরিত্যক্ত ভবনে। যেসব এলাকায় সরকারি বা বেসরকারি বিদ্যালয় নেই সেখানে প্রাথমিক শিক্ষা বেগবান করার জন্য ২৫ বছর আগে কমিউনিটি বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেয় তখনকার সরকার। বাসাইলের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠা করা ৩৬টি বিদ্যালয়। এর মধ্যে ২১টি বিভিন্ন ধাপে সরকারিকরণ হলেও আলোর মুখ দেখেনি বাকি ১৫টি। এগুলো বন্ধ থাকায় শিক্ষার উন্নয়নে কোনো ভূমিকা রাখতে পারছে না।

বাসাইল সদরের পালপাড়া বিদ্যালয়ের জমিদাতা বিজয় কান্তি চৌধুরী বলেন, বিদ্যালয়টি যদি চালু থাকত তাহলে ছেলেমেয়েদের দূরের বিদ্যালয়ে যেতে হতো না। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সদানন্দ পাল বলেন, আমি এসব স্কুলের খোঁজখবর নিয়েছি। এগুলো চালু করার আপাতত কোনো সিদ্ধান্ত সরকারের নেই।

সর্বশেষ খবর