শনিবার, ২২ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

কুমিল্লায় বেড়েছে ডেঙ্গু রোগী

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় বেড়েছে ডেঙ্গু রোগী

কুমিল্লার বিভিন্ন হাসপাতালে বেড়েছে ডেঙ্গু রোগী। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুসারে গত সাত দিনের ব্যবধানে দ্বিগুণ হয়েছে ডেঙ্গু রোগী। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল গিয়ে দেখা যায়, মেডিসিন বিভাগে রোগীর ভিড়। মহিলাদের একটি ও পুরুষদের দুটি ওয়ার্ডে ভর্তি আছেন ২৬ জন ডেঙ্গু রোগী। এর আগের দিন ছিল ২৯ জন। হাসপাতাল সূত্র জানায়, সাত দিন আগে এই হাসপাতালে ডেঙ্গু রোগী ছিল মাত্র ১৩ জন। কুমিল্লা মেডিকেলের মেডিসিন বিভাগের নার্স রিতা রাণী বলেন, সাত দিন আগেও ডেঙ্গু রোগী তেমন ছিল না। এখন চাপ যাচ্ছে। অনেকে একদিন থেকে বাড়ি যাচ্ছেন। আবার অনেকে ৫ দিন ধরে আছেন। দেবিদ্বার উপজেলার বাসিন্দা ইউসুফ মিয়া বলেন, প্রথমে আমার জ্বর হয়েছে। জ্বর না ছাড়ায় সাত দিন আগে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসি। ওখানে দুই দিন থেকে ৫ দিন আগে এসেছি কুমিল্লা মেডিকেলে। এখনো সুস্থ হইনি। কুমিল্লা মেডিকেলের পরিচালক ডা. মো. মহিউদ্দিন বলেন,  ডেঙ্গু রোগী দিন দিন বাড়ছে।

সর্বশেষ খবর