শনিবার, ২২ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ডিমলায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান

নীলফামারী প্রতিনিধি

ডিমলায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান

নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের কৈপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষাকার্যক্রম ও পাঠদান। এ শিক্ষাপ্রতিষ্ঠানটির ভবন এতই ঝুঁকিপূর্ণ যে, সবসময় দুর্ঘটনার আতঙ্কে থাকেন শিক্ষক ও শিক্ষার্থীরা। ভবনটির ভিতরে গেলে চোখে পড়ে ছাদে ও দেয়ালের পলেস্তারা ধসে পড়ার চিত্র। দেখা যায়, আরসিসি পিলার ও গ্রেট বিমগুলোতে বিস্তৃত ফাটল। একতলা এ ভবনে চারটি কক্ষের সবই ঝুঁকিপূর্ণ। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ ভবন জেনেও সেখানে ক্লাস নেওয়া হচ্ছে। এ কারণে সন্তানদের স্কুলে পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা।

১৯৭৩ সালে ৬৪ শতাংশ জমির ওপর নাউতারা কৈপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। ১৯৯৩ সালে চার কক্ষের একতলা ভবনটি নির্মাণের পর থেকে এখানেই স্কুলের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ২০১৩ সালে স্কুলটি জাতীয়করণ হয়। বর্তমানে বিদ্যালয়টিতে শিক্ষক আছেন পাঁচজন এবং শিক্ষার্থী আছে ১৪৩ জন। তবে শিক্ষা প্রকৌশল বিভাগ থেকে ওই ভবন এখনো পরিদর্শন করেনি। এমনকি বিষয়টি জানা নেই উপজেলা শিক্ষা কর্মকর্তার। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, অনেক দিন ধরে বিদ্যালয়ের ভবন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। তার পরও ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস কার্যক্রম চলছে। শিক্ষার্থীরা ভয়ে ভয়ে ক্লাস করে। ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় অনেক অভিভাবক তাদের ছেলেমেয়েকে বিদ্যালয়ে আসতে দিতে চান না। আনজুমান আরা নামে এক অভিভাবক বলেন, যেকোনো সময় বড় দুর্ঘটনা হতে পারে। তাই সন্তানকে স্কুলে পাঠিয়ে সারাক্ষণ আতঙ্কের মধ্যে থাকি। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা সুলতানা বলেন, ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে বিকল্প কোনো ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানালেও এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ঝুঁকিপূর্ণ ভবনে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালিয়ে রাখা সম্ভব নয়। যেকোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। ডিমলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ বলেন, ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়টি আমার জানা নেই। বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

সর্বশেষ খবর