মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

রংপুরে বিএনপির সমাবেশের প্রস্তুতি সভা দিনাজপুরে

দিনাজপুর প্রতিদিন

রংপুরে বিভাগীয় সমাবেশ সফল করতে দিনাজপুর জেলার তৃণমূল পর্যায়ে ব্যাপক প্রচারণায় নেতা-কর্মীদের মাঝে জাগরণের সৃষ্টি করেছে। তৃণমূলে ফিরেছে উৎসাহ-উদ্দীপনা আর চাঙাভাব। বেগম খালেদা জিয়ার মুক্তি, চাল-ডাল, জ্বালানি তেল, গ্যাস-বিদ্যুৎ, সারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতি-দুঃশাসন, গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকান্ড ও সন্ত্রাসীদের গুলিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক নেতা-কর্মী হত্যার প্রতিবাদে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে দেশের বিভাগীয় শহরগুলোর মতো এবার রংপুর বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে দিনাজপুর জেলা বিএনপি এসব প্রচারণা চালিয়ে যাচ্ছে। বিএনপি বাদেও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্য অঙ্গ সংগঠনের নেতারাও দিন-রাত কাজ করছেন।

দেশের অন্য স্থানের সমাবেশে কী ধরনের বাধা সামনে এসেছিল তা মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছে বিএনপি। সমাবেশের আগে অন্যান্য স্থানের মতো যদি বাস বন্ধ থাকে সে ক্ষেত্রে করণীয় কী তা ঠিক করছেন নেতারা। সব বাধা অতিক্রম করে রংপুরের সমাবেশে পৌঁছাতে হবে ও সফল করতে হবে এমনটাই বললেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল। এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল জানান, ২৯ অক্টোবরের সমাবেশকে সফল করতে গত ২৫ অক্টোবরের মধ্যে দিনাজপুর জেলার ১৩টি উপজেলা ও ৯টি পৌরসভায় সভা-সমাবেশ করেছে জেলা বিএনপি। এখন ইউনিয়নে ইউনিয়নে চলছে উঠান বৈঠকসহ বিভিন্ন করণীয় সম্পর্কে প্রচারণা। যদি অন্যস্থানের মতো বাস চলাচল বন্ধ করা হয় সেক্ষেত্রে করণীয়ও ঠিক করা হচ্ছে। তবে বাস চলাচল স্বাভাবিক থাকে তবে দিনাজপুর থেকে প্রায় ২৫০টি বাসে নেতা-কর্মী-সমর্থকরা যাবে বলে জানান তিনি।

সর্বশেষ খবর