শনিবার, ২৯ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

সেতুর কাজ বন্ধ থাকায় ভোগান্তি

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটি উপজেলার কুসংগল ইউনিয়নের শ্যামপুর বাজারের খালের ওপর নির্মাণাধীন সেতুর কাজ বন্ধ রয়েছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন দুই ইউনিয়নের মানুষ। দ্রুত কাজ সম্পন্ন করার দাবিতে সম্প্রতি মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী।

জানা যায়, বরিশালের বাকেরগঞ্জের রংগশ্রী এবং ঝালকাঠির নলছিটির কুসঙ্গল ইউনিয়ন সংলগ্ন শ্যামপুর বাজার খালের ওপর ব্রিজটি এক দশক আগে ভেঙে যায়। গত বছর নতুন ব্রিজের কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। দুই তিন মাস পর কাজ বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে দুর্ভোগে পড়েছেন খালের দুই পাড়ের অন্তত ২০ হাজার মানুষ। ওই স্থানে কাঠের সাঁকো দিয়ে পার হতে গিয়ে স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থী এবং বৃদ্ধরা প্রায়ই দুর্ঘটনায় পড়ছেন। ছাত্র-ছাত্রীদের বই খাতা খালে পড়ে নষ্ট হচ্ছে। এ ব্যাপারে ঝালকাঠি এলজিইডির নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে ব্যবস্থা করা হবে। এ বিষয়ে সেতুর নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য গ্রামের ৩ শতাধিক ব্যক্তি স্বাক্ষরিত একটি পত্র জেলা প্রশাসনের কাছে হস্তান্ত করা হয়েছে।

সর্বশেষ খবর