শনিবার, ২৯ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

চাকরির বয়সসীমা বাড়ানোর দাবি

নরসিংদী প্রতিনিধি

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫-এ উন্নীতকরণ, বৈষম্যমূলক পদ্ধতির প্রতিবাদ ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবিতে মানববন্ধন হয়েছে। নরসিংদী প্রেস ক্লাবের সামনে গতকাল এ কর্মসূচিতে অংশ নেন কয়েক শ চাকরিপ্রত্যাশী। বাংলাদেশ চাকরিপ্রত্যাশী যুব প্রজন্ম নরসিংদীর সভাপতি সজীব আহমেদ এতে সভাপতিত্ব করেন।

এ সময় বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর অনার্স-মাস্টার্স শেষ করতে ২৬-২৭ বছর লেগে যায়। যেখানে আমাদের শিক্ষা জীবনের সনদ পেতে এত সময় লাগে, সেখানে কী করে এই অল্প সময়ে চাকরি পেতে পারি। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, বিশ্বের উন্নত দেশগুলোতে সরকারি চাকরির বয়স ৩৫ থেকে ৫৭। তাহলে উন্নয়নশীল দেশ হিসেবে আমরা কেন পিছিয়ে থকব। করোনার সময় আমরা দেখেছি ডাক্তারদের ক্ষেত্রে দুই বছর বয়সসীমা বাড়ানো হয়েছে। কোটার ক্ষেত্রে অনেকের বয়সসীমা বাড়ানো হয়। তাহলে সাধারণ শিক্ষার্থীদের বেলায় কেন এত বৈষম্য।

সর্বশেষ খবর