শনিবার, ২৯ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ধর্মঘটে যাত্রীদের দুর্ভোগ

নীলফামারী প্রতিনিধি

রংপুর বিভাগে শুরু হওয়া ৩৬ ঘণ্টার পরিবহন ধর্মঘটের প্রথম দিনেই বিপাকে পড়েছেন যাত্রীরা। গতকাল সকাল থেকে এ পরিবহন ধর্মঘট শুরু হয়েছে যা চলবে আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। মহাসড়কে নসিমন, করিমন, ইজিবাইকসহ তিন চাকার সব যানবাহন চলাচল বন্ধের দাবিতে এ ধর্মঘটের ডাক দেয় রংপুর বাস মালিক সমিতি। বাস চলাচল বন্ধ থাকায় নীলফামারীর বিভিন্ন বাস টার্মিনালে আটকা রয়েছে কয়েক শ বাস। হঠাৎ এই ধর্মঘটের কারণে দূরের যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে। গতকাল সকাল থেকে জেলার বিভিন্ন সড়কে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল করতে দেখা গেলেও দূরপাল্লার রুটে কোনো বাস চলাচল করতে দেখা যায়নি। জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি শাহজাহান আলী চৌধুরী বলেন, দূরপাল্লার বাস বন্ধ থাকলেও অভ্যন্তরীণ রুটে বাস চলবে। এদিকে রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগে বাস ধর্মঘটের বিষয়ে জানতে চাইলে নীলফামারী জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম বলেন, শনিবার রংপুরে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন সমাবেশে সাধারণ মানুষের যে উপস্থিতি ছিল সেগুলো দেখে সরকার ভীত হয়ে পড়েছে। ধর্মঘট আহ্বান করে সমাবেশে মানুষের স্রোত ঠেকানো যাবে না। প্রয়োজনে আমরা হেঁটে রংপুরের সমাবেশে অংশ নেব।

সর্বশেষ খবর