রবিবার, ৩০ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ভুল চিকিৎসায় মৃত্যু ক্লিনিক সিলগালা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনায় অনুমোদনহীন একটি বেসরকারি ক্লিনিক সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার রাতে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম গ্রিন লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামের ক্লিনিকটি সিলগালা করে দেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অদূরে এই ক্লিনিকটির স্বাস্থ্য বিভাগের কোনো রেজিস্ট্রেশন বা অনুমোদন না নিয়েই রোগীদের স্বাস্থ্যসেবা দিয়ে আসছিল। গ্রিন লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামের ক্লিনিকটিতে শুক্রবার সন্ধ্যায় আশরাফ আলী শেখ (৮০) নামে ভর্তি থাকা এক রোগীর ভুল চিকিৎসায় মৃত্যু হয়। মারা যাওয়া রোগীর স্বজনরা মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এমন অভিযোগ করলে তিনি ঘটনাস্থলে এলে ক্লিনিকের পরিচালক কচুয়া উপজেলা হাসপাতালের স্বাস্থ্য সহকারী মো. রিয়াদুল ইসলাম সোহাগ, কর্তব্যরত চিকিৎসক, নার্সসহ সবাই ক্লিনিক ফেলে পালিয়ে যান। মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম আলম জানান, শুক্রবার সন্ধ্যায় অনুমোদনহীন একটি বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় আশরাফ আলী শেখ নামে একজন রোগী মারা গেছেন বলে তার স্বজনরা অভিযোগ করেন। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গেলে ক্লিনিকের পরিচালক, কর্তব্যরত চিকিৎসক, নার্সসহ সবাই পালিয়ে যান।

 

সর্বশেষ খবর