রবিবার, ৩০ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

জেলা বার জেলার বাতিঘর : হুইপ স্বপন

জয়পুরহাট প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, ‘একটি জেলার বার ওই জেলার বাতিঘর। জুডিশিয়ালি যেমন আলো ছড়ায়, বারও তেমনি আলো ছড়ায়। বর্তমান সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছে। তাই এ সরকারের আমলে বিচারপ্রার্থীরা ন্যায়বিচারের সুফল ভোগ করছেন। গতকাল দুপুরে জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির ৫০ বছর পূর্তি উপলক্ষে আইনজীবী সমিতি চত্বরে আয়োজিত সুবর্ণ জয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এজন্য নিজেদের সব ভেদাভেদ ভুলে আইনের প্রশ্নে এক এবং অভিন্ন হয়ে মানুষের কল্যাণে অবদান রাখার জন্যই আইনজীবীদের কাজ করতে হবে। আমরা চিরস্থায়ীর জন্য এই পৃথিবীতে আসিনি। যে যে পেশায় আছি সেখান থেকে মানুষের কল্যাণে, জনগণের কল্যাণে একটু আমরা  অবদান রাখতে পারি। সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক জি পি অ্যাডভোকেট মোমিন আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে সমিতির ৫০ বছরের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহনুর রহমান শাহিন।

সর্বশেষ খবর