রবিবার, ৩০ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ঘনকুয়াশায় শীতের আগমনী বার্তা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীসহ উত্তরাঞ্চলে শীত অনুভূত হচ্ছে। রাজশাহীসহ উত্তরের পথঘাট শুক্রবার ভোরে ঘনকুয়াশায় আচ্ছন্ন হয়ে যায়। সকাল সাড়ে ৮টা পর্যন্ত কুয়াশায় ঢাকা ছিল চারপাশ। যেন হেমন্তে শীতের আগমনী বার্তা। সকাল ৯টার দিকে সূর্যের ঝলমলে রোদ সরিয়ে দেয় কুয়াশা। রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, তিন দিন ধরে জেলার তাপমাত্রা কমছে। গতকাল ভোর ৬টায় তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শুক্রবার ভোর ৬টায় রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে বৃহস্পতিবার রাজশাহীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৮ ডিগ্রি। এ দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন বুধবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৮ ডিগ্রি। এ দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে, তাপমাত্রার হেরফের শীতের আগমনী বার্তা দিচ্ছে। রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, কয়েক দিন ধরে রাজশাহীর তাপমাত্রা একটু একটু করে কমছে। প্রতিদিনই ভোরে হালকা কুয়াশা পড়ছে। এটাই প্রমাণ করছে শীত দুয়ারে কড়া নাড়ছে। এখন ধীরে ধীরে শীত এগিয়ে আসবে। প্রতিদিনই তাপমাত্রা কমবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ব্যবধানও কমে আসবে। তখন শীত অনুভূত হবে বেশি।

সর্বশেষ খবর