রবিবার, ৩০ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

বেহাল রাস্তায় জনদুর্ভোগ

কাবুল উদ্দিন খান, মানিকগঞ্জ

বেহাল রাস্তায় জনদুর্ভোগ

খানাখন্দে ভরা বেউথা-আন্দারমানিক সড়ক -বাংলাদেশ প্রতিদিন

হেমায়েতপুর-মানিকগঞ্জ-পাটুরিয়া আঞ্চলিক সড়কের বেউথা থেকে আন্দারমানিক পর্যন্ত রাস্তার বেহালদশা। সংস্কারের অভাবে রাস্তাটি খানাখন্দ ভরে গেছে। একটু বৃষ্টি হলেই বোঝার উপায় থাকে না এটি রাস্তা না জলাশয়। প্রতিদিন যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে। অনেক সময় মোটরসাইকেল ও বাইসাইকেল আরোহীরা কাদা-পানিতে একাকার হয়ে বাড়ি ফিরছেন। দৌলতপুরের সমেজ মিয়া বলেন, আমি প্রতিদিন মানিকগঞ্জ গিয়ে অফিস করি। অল্প একটু রাস্তা ভাঙাচোরার কারণে খুব অসুবিধা হচ্ছে। বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়। অনেকে দুর্ঘটনার ভয়ে আট কিলোমিটার ঘুরে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে শহরে যান। তিনি আরও বলেন, হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জের এই সড়ক দিয়ে লোকজন হরিরামপুর, ঘিওর, দৌলতপুর, আরিচা-পাটুরিয়াসহ দক্ষিণাঞ্চলে যাতায়াত করেন। সামান্য খারাপ রাস্তার জন্য কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল দারুণভাবে ব্যাহত হচ্ছে। বাহিরখোলা এলাকার কলেজ শিক্ষার্থী রেনুকা ও সালমা আক্তার জানান বেশি বৃষ্টি হলে কলেজে যাওয়া যায় না। নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানান, দিনরাত বালুভর্তি ড্রাম ট্রাক চলাচলের কারণে রাস্তার এই অবস্থা। হরিরামপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ বলেন, গুরুত্বপূর্ণ রাস্তাটি দ্রুত সংস্কার করা দরকার। এই রাস্তা দিয়ে জেলার প্রায় সব উপজেলায় লোকজন যাতায়াত করেন। ফরিদপুরের লোকজনও চলাচল করেন এই সড়কে। পৌর মেয়র রমজান আলী বলেন, রাস্তাটি সংস্কারের পদক্ষেপ নেওয়া হয়েছে। খুব দ্রুতই কাজ শুরু হবে।

সর্বশেষ খবর