রবিবার, ৩০ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

কুষ্টিয়ায় ইউএনওর গাড়ি ভাঙচুর

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় পিছন থেকে ছোড়া ইটের আঘাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি গাড়ির গ্লাস ভেঙে যায়। আগামী ২ নভেম্বর অনুষ্ঠিতব্য এ উপ-নির্বাচন ঘিরে এখানে প্রতিদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটছে। এসব ঘটনায় এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে খোকসা পৌরবাজার এলাকায় ভাঙচুরের ঘটনা ঘটে। সরকারি গাড়ি ভাঙচুরের অপরাধে অজ্ঞাতনামাদের আসামি করে মামলার প্রস্তুতি চলছে। এ তথ্য নিশ্চিত করেছেন খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান। তিনি বলেন, বিকালে ঘোড়া এবং নৌকা প্রার্থীর সমর্থকদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছিল। রাতে উভয়পক্ষ পুনরায় সংঘর্ষে জড়ানোর পাঁয়তারা ও ইট-পাথর ছুড়াছুড়ি করে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজ কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে পৌর বাজার এলাকায় ইউএনওর সরকারি গাড়ির পেছনের গ্লাস ভেঙে দেওয়া হয়েছে। ভেঙে যাওয়া গাড়িটি বর্তমানে থানায় রয়েছে। এ সংক্রান্ত মামলা প্রক্রিয়াধীন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সর্বশেষ খবর