সোমবার, ৩১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

পাঁচ জেলায় সড়কে ছয়জনের মৃত্যু

প্রতিদিন ডেস্ক

পাঁচ জেলায় সড়কে ছয়জনের মৃত্যু

রাজশাহী, চট্টগ্রাম, বগুড়া, মানিকগঞ্জ ও জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন শিশুসহ ছয়জন। শনিবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- রাজশাহী : পবা উপজেলার মদনহাটি এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে গতকাল রাতে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের আনুমানিক বয়স ৩০-৪০ বছরের মধ্যে। চট্টগ্রাম : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডে সকালে বাসের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় উমরাজ মিয়া নামে এক চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ বাসযাত্রী। বগুড়া : শহরের গোকুলে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক কলেজছাত্র নিহত ও আরোহী আহত হয়েছেন। সকালে বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়া বন্দরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম ফুয়াদ হোসেন (২০)। মানিকগঞ্জ : দৌলতপুর উপজেলার মূলকান্দিতে শনিবার রাতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মনসের আলী (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী। জয়পুরহাট : মায়ের হাত ধরে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় আনিকা বুশরা রিশা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রিশার মাসহ এক শিক্ষার্থী আহত হয়েছেন। সকালে সদর উপজেলার জয়পুরহাট-বদলগাছির সড়কের দুর্গাদহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা (ফরিদপুর) : বাসচাপায় এক শিশু আহত হওয়ায় ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌর এলাকায় আধা ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এ সময় মহাসড়কে শত শত গাড়ি আটকা পড়ে। পরে ভাঙ্গা ও হাইওয়ে থানা পুলিশ উপস্থিত হয়ে দোষীদের শাস্তির আশ্বাস দিলে বিক্ষোভকারীরা কর্মসূচি প্রত্যাহার করে।

সর্বশেষ খবর