সোমবার, ৩১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ইউএনওর গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার রাতে গাড়িচালক বাদশা বাদী হয়ে থানায় মামলাটি করেন। মামলায় ১৫০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গতকাল সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন খোকসা থানার পরিদর্শক (তদন্ত) মামুনুর রশিদ। তিনি বলেন, ইউএনওর সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। উল্লেখ্য, শনিবার রাতে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় ইটের আঘাতে ইউএনওর সরকারি গাড়ির গ্লাস ভেঙে যায়।

সর্বশেষ খবর