শিরোনাম
সোমবার, ৩১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

খাদ্যবান্ধব কর্মসূচির চাল কম দেওয়ার প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরের চাল বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বঞ্চিতরা। এ ঘটনায় অভিযুক্ত ডিলারকে আটক করে ভোক্তা অধিকার আইনে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং করোনার প্রভাবসহ নানা কারণে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বরিশাল জেলায় ২৯০ জন ডিলারের মাধ্যমে ১ লাখ ৬১ হাজার সুবিধাভোগীকে প্রতি মাসে ভতুর্কিমূল্যে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল দিচ্ছে সরকার। বাকেরগঞ্জ উপজেলায় এই চাল বিতরণে অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। গতকাল সকালে ওই উপজেলার চরামদ্দী ইউনিয়নের কাটাদিয়া বাজারে চাল বিতরণকালে ৩০ কেজির টাকা নিয়ে ২৫ থেকে ২৬ কেজি করে চাল দেওয়া হয় সুবিধাভোগীদের।

 

সর্বশেষ খবর