শনিবার, ৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

কচুরিপানা ও আবর্জনায় মৃতপ্রায় কালাডুমুর নদ

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কচুরিপানা ও আবর্জনায় মৃতপ্রায় কালাডুমুর নদ

দখল-দূষণ, কচুরিপানা ও আবর্জনায় মৃতপ্রায় কালাডুমুর নদ। দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের মোহনায় কচুরিপানা আর বর্জ্যরে কারণে পলি পড়ে ভরাট হয়ে গেছে নদের মুখ। স্থানীয়রা কচুরিপানা ও ময়লা-আবর্জনা অপসারণের জন্য বার বার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলে নেওয়া হচ্ছে না কোনো পদক্ষেপ। জানা যায়, ২০২১ সালের ডিসেম্বরে এ নদ পুনঃখনন কাজ শুরু হলেও অজানা কারণে একপর্যায়ে তা  বন্ধ হয়ে যায়। কালাডুমুর নদ গোমতী নদী থেকে উৎপত্তি হয়ে দাউদকান্দির গৌরীপুর বাজার, জিংলাতলি, ইলিয়টগঞ্জ উত্তর ও দক্ষিণ ইউনিয়ন অতিক্রম করে চান্দিনা উপজেলার পশ্চিমাংশ দিয়ে চাঁদপুরের কচুয়া উপজেলায় প্রবাহিত হয়েছে। এ নদের উপস্থলের গৌরীপুর পূর্ব বাজারে মাইথারকান্দি খালের মুখসহ বিভিন্ন স্থান কচুরিপানা ও পলি মাটিতে ভরাট হয়ে যাওয়ায় নৌযান যাতায়াত বন্ধ রয়েছে। স্থানীয় আদমপুর গ্রামের কৃষক নূর আলম, লক্ষ্মীপুর গ্রামের আবুল কাশেম, গৌরীপুরের রহিম মিয়াসহ নদের পাড়ের ১৫ জন প্রবীণ জানান, এক সময় বর্ষা মৌসুমে কালাডুমুর নদে ধান-পাট ও মালবোঝাই নৌকা, চলাচল করত। বোরো মৌসুমে এ নদের পানি সেচের মাধ্যমে আশপাশের কয়েক উপজেলার কৃষকের জমিতে ধান ফলাতো। তাদের অভিযোগ, গৌরীপুর ও ইলিয়টগঞ্জ বাজার এবং নদের পাশের বাসিন্দারা বাড়িঘরের বর্জ্য, হোটেলের পচাবাসি খাবার, মরা পশু-পাখি, ডাবের খোসা, পলিথিন-প্লাস্টিক সব ফেলছে নদে। বিভিন্ন স্থানে আবর্জনা জমে পানি প্রবাহে বিঘ্ন ঘটছে। ধীরে ধীরে ভরাট ও সংকুচিত হয়ে গেছে কালাডুমুর নদ। দেখলে মনে হবে নদ যেন ময়লা-আবর্জনার ভাগাড়। বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত মতিন সৈকত বলেন, দীর্ঘদিন ধরে বালু-পলি জমে এ নদের বেশ কয়েকটি স্থান ভরে গেছে। নদ রক্ষা ১৯৯০ সাল থেকে আন্দোলন করে আসছি। গত ডিসেম্বরে পুনঃখনন কাজ শুরু হলেও কিছুদিন পর অজ্ঞাত কারণে বন্ধ হয়ে যায়। দাউদকান্দি পানি উন্নয়ন বোর্ড (পাউবো) গৌরীপুরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, গত বছরের ডিসেম্বরে নদের কিছু অংশের পুনঃখনন কাজ হয়েছে। কয়েক দিনের বৃষ্টির কারণে কাজ স্থগিত হয়। শিগগিরই কাজ শুরু হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর