রবিবার, ৬ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

পাউবোর জমিতে অবৈধ স্থাপনা

নওগাঁ প্রতিনিধি

পাউবোর জমিতে অবৈধ স্থাপনা

মান্দায় পাউবোর জমিতে চলছে অবৈধ স্থাপনা নির্মাণ কাজ -বাংলাদেশ প্রতিদিন

নওগাঁর মান্দায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধিগ্রহণ করা সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। উপজেলার জোতবাজার, পাঁজরভাঙ্গা ও দাসপাড়া এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধসংলগ্ন এসব সম্পত্তিতে দেদার চলছে ভবন নির্মাণ কাজ। নির্মাণ কাজ বন্ধের দাবি জানিয়ে পাউবোর নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে অভিযোগ করা হয়েছে। স্থানীয়রা জানান, গত পাঁচ বছরে মান্দা উপজেলায় পাউবোর সম্পত্তি অবৈধভাবে দখল করে ২০০-এর বেশি পাকা স্থাপনা নির্মাণ করা হয়েছে। এসব ঘটনায় অভিযোগের পর শুধু কাজ বন্ধের নোটিস দিয়ে দায় এড়িয়ে যায় সংশ্লিষ্ট দফতর। পরবর্তীতে মামলার হুমকি দিয়ে অবৈধ স্থাপনাকারীদের কাছ থেকে অনৈতিক ফায়দা হাসিল করেন পাউবোর কিছু অসাধু কর্মকর্তা। অভিযোগ সূত্রে জানা যায়, জোতবাজার এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভিতরে পাউবোর সম্পত্তি দখল করে তিন ব্যক্তি আরসিসি ভবন নির্মাণ করছেন। বাঁধের ভিতরে এসব স্থাপনা নির্মাণ হলে বর্ষায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাবে। এতে বাজারে সৃষ্টি হবে জলাবদ্ধতা। অন্যদিকে উপজেলার দাসপাড়া এলাকায় একইভাবে পাউবোর সম্পত্তি দখল করে ভবন নির্মাণ করা হচ্ছে। এ কাজ বন্ধের জন্য একই এলাকার ফজলুর রহমান সংশ্লিষ্ট দফতরে অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হয়নি। জোতবাজার বণিক সমবায় সমিতির সভাপতি ফজলুল বারী সাফী বলেন, অভিযোগের পর পাউবোর লোকজন শুধু নোটিস দিয়েই দায় এড়িয়ে যান।  এসব অভিযোগ অস্বীকার করেছেন নওগাঁ পাউবোর নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান খান। তিনি বলেন, জোতবাজার চৌরাস্তার মোড়ের তিন ব্যক্তিকে কাজ বন্ধের নোটিস দেওয়া হয়েছে। বন্ধ না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর