রবিবার, ৬ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

বাংলাদেশকে টেনে আর নিচে নামানো যাবে না

---------- খালিদ মাহমুদ

দিনাজপুর প্রতিনিধি

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, কোনো সমাবেশে কাজ হবে না। দেশের সবকিছু ঠিকঠাক চললেও তারা বলছে দেশ নাকি শেষ হয়ে গেছে। দেশ শেষ হয় নাই। যারা বলছে, তারাই শেষ হয়ে যাচ্ছে বলেই তারা মরণ কামড় দিতে চায়। তারা দেশকে পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো ব্যর্থ রাষ্ট্র পরিণত করতে চায়। ২০০৮ সালের পর থেকে শেখ হাসিনা সরকার আমলে দেশের আমূল পরিবর্তন হয়েছে। বাংলাদেশ এগিয়ে গেছে। বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে উঠে গেছে। এই বাংলাদেশকে টেনে আর নিচে নামানো যাবে না। দিনাজপুরের বিরল উপজেলা পরিষদের হলরুমে গতকাল উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিরলের ইউএনও আফছানা কাওছারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আবদুল ওয়াজেদ, সবুজার সিদ্দিক সাগর,  রমাকান্ত রায়, আবুল কাশেম অরু।

 সাবেক ডেপুটি কমান্ডার রহমান আলী ও জেলা পরিষদ সদস্য মোশারফ হোসেন। স্বাগত বক্তৃতা করেন, উপজেলা সমবায় কর্মকর্তা হাফিজুর রহমান।

সর্বশেষ খবর